ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ চারজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 10, 2024 - 7:00 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত আসামীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার উজালপুর গ্রামের জয়নুল সরদারের ছেলে মকবুল সরদারকে গ্রেফতার করা হয়।

মকবুল সরদার একটি মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।

এছাড়া একই রাতে পরোয়ানামূলে উপজেলার কাশিমপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে শরিফ উদ্দীন, ভবানীপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে টিটু সরদার ও আতাইকুলা গ্রামের মাজেদ খানের ছেলে আলম খানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনালী/জেআর