রাণীনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে আনছার আলী (৬৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে রাণীনগর উপজেলার পার্শ্ববর্তী নওগাঁ সদর উপজেলার দড়িয়াপুর মৎস্যজীবী পাড়া গ্রামের মৃত-মোহর আলী প্রামানিকের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৭টায় রাণীনগর উপজেলার নওগাঁর ছোট যমুনা নদীর আতাইকুলা তারা পালের দহ নামক স্থানে জাল দিয়ে মাছ ধরার সময় সবার অজান্তে পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায় পানি থেকে তার মৃত লাশ উদ্ধার করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, বিষয়টি আমি শুনেছি। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতাম।
সোনালী/জেআর