ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৯ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচন: বাঘায় তিন পদে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট: Friday, May 10, 2024 - 9:00 pm

বাঘা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ৩ পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু ।

ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী, উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান নিপন, যুবলীগ নেতা মেহেদী হাসান মিনা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ রুমি, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন।

সোনালী/জেআর