ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

  • আপডেট: Friday, May 10, 2024 - 10:51 am

অনলাইন ডেস্ক: রাজধানীতে শান্তির সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকাল ৩টায়  মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এ শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ এ আবেদন করেছিলেন। ১৮টি শর্তসাপেক্ষে ক্ষমতাসীন দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

 

সোনালী/ সা