ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৪ - ১:১১ পূর্বাহ্ন

চাঁপাইয়ে পুরোহিত প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

  • আপডেট: Friday, May 10, 2024 - 8:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি তপন কুমার সেন।

তিনি বলেন, পুরোহিতদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আর্থ-সামাজিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব দিতে হবে। এতে পুরোহিতরা আরও দক্ষ হয়ে সমাজ পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিধান ভট্টাচার্য্য।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট হীরা বালা ও কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ ২৫ জন পুরোহিতদের মাঝে সনদপত্র তুলে দেন।

সোনালী/জেআর