ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:০৭ পূর্বাহ্ন

ভেজা ন্যাকড়া দিয়েই দেখুন সিলিন্ডারে কতটা গ্যাস

  • আপডেট: Thursday, May 9, 2024 - 11:17 am

অনলাইন ডেস্ক: এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে তা বোঝার সহজ ও কার্যকর উপায় জানালেন বিশেষজ্ঞরা। দরকার শুধু এক টুকরো ভেজা ন্যাকড়ার।

এর কারণ জানান বিশেষজ্ঞরা- রান্নার সিলিন্ডারে ভরা থাকে এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস। এ গ্যাসে ভরা অংশের উষ্ণতা খালি অংশের তুলনায় কিছুটা হলেও কম থাকে। ফলে এই অংশে জড়িয়ে রাখা ভেজা কাপড় তুলনামূলকভাবে দ্রুত শুষ্ক হয় ও বাকি অংশটি ভেজা থেকে যায়।

 

সোনালী/ সা