ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলল পরিত্যক্ত গ্রেনেড

  • আপডেট: Thursday, May 9, 2024 - 12:52 pm

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। এক শিশু সেটিকে খেলনা ভেবে প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনি এলাকায় খনন কাজ চলছে এমন একটি পুকুরে পরিত্যক্ত গ্রেনেডটির সন্ধান মেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেনেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রেলওয়ের জমিতে এম এস কলোনির মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকেরা কাজ শেষ করে চলে যান। সে সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণা নামের এক শিশু বাড়ির পেছনে গিয়ে খননের জায়গায় লাল টেপ মোড়ানো লোহার বস্তুটি দেখে খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস বস্তুটি গ্রেনেড বলে বুঝতে পারে। বিপদের আশঙ্কায় এটিকে পূর্বের স্থানে রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।

এসেছে।’
ওসি আরও বলেন, ‘এলাকাটি আম বাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধানে রাখা হয়। পরে র‍্যাবের বোম ডিসপোজাল টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।’
সোনালী/ সা