ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:২৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে সোহেল চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট: Wednesday, May 8, 2024 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভোট গণনা পরবর্তী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ মে) রাতে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী এ ফলাফল ঘোষণা করেন।

গোদাগাড়ী উপজেলার সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে বেলাল উদ্দিন সোহেল দোয়াত-কলম প্রতীক নিয়ে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শফিকুল ইসলাম সরকার তালা প্রতীক নিয়ে ৩২ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সালমান ফিরোজ ফসাল টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৭৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খাতুন মিলি প্রজাপতি প্রতীক নিয়ে ৫৩ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী কৃঞ্চাদেবী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৭৬ ভোট।

উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা এ তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোনালী/জেআর