ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ভোট গ্রহণ শুরু

  • আপডেট: Wednesday, May 8, 2024 - 12:37 pm

স্টাফ রিপোর্টার: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঝে মধ্যে ভোটাররা আসছে। পুরুষের চেয়ে তুলনামূলকভাবে নারী ভোটার বেশি দেখা গেছে।

প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার নির্বাচন হচ্ছে। এ দুই উপজেলায় ভোট কেন্দ্র ১৬৮টি। এর মধ্যে গোদাগাড়ীর ১০৭টি ও তানোরের ৬১টি ভোট কেন্দ্র। দুই উপজেলায় ১৫৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূ চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৭ ও তানোরে ৫৮টি।

এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৬০ ও তানোরে ১ লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে ৫ জন চেয়ারম্যানসহ ৯ জন এবং তানোরে ২ জন চেয়ারম্যানসহ ৭ জন প্রার্থী।

 

সোনালী/ সা