ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

বাঘায় বন্ধ হল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে নবম শ্রেণির ছাত্রের বিয়ে

  • আপডেট: Tuesday, May 7, 2024 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় নবম শ্রেণির ছাত্রের সাথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতিকালে সেই বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকালে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

পরে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা দেয় ছাত্র-ছাত্রীর অভিভাবক।

জানা যায়, বাঘা পৌরসভায় মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বিষয়টি জানার পর পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার জানান, বিশেষ কোন আয়োজন ছাড়াই গোপনে বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানার পর বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেননা বলে মুচলেকা দেন দুই শিক্ষার্থীর অভিভাবক।

সোনালী/জেআর