ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে প্রাণ গেল এনামুলের

  • আপডেট: Monday, May 6, 2024 - 11:16 am

অনলাইন ডেস্ক: নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মেশিনের মালিক এনামুল প্রামাণিক (২৬) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বেতগাড়ি-বান্দাইখাড়া সড়কের মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইসগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল একজন ধান মাড়াই শ্রমিক ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে এনামুল নিজের ধান মাড়াই মেশিন চালিয়ে মেরিয়া গ্রাম থেকে ধান মাড়াইয়ের উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুইসগেট এলাকায় যাচ্ছিল। তিন নম্বর সুইসগেট এলাকায় পৌঁছলে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এনামুল মেশিনের নিচে চাপা পড়েন। এ সময় এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগেছে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, স্থানীয়দের মাধ্যমে ধান মাড়াই শ্রমিক এনামুলের মৃত্যুর খবরটি শুনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

 

সোনালী/ সা