ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট: Saturday, May 4, 2024 - 11:40 am

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শাহনাজ বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ১১ টার দিকে উপজেলার রামাগাড়ী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত শাহনাজ বেগম রামাগাড়ী গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আকস্মিকভাবে তাদের বাড়িতে আগুন লাগে। প্রচণ্ড তাপদাহের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় শাহনাজ বেগম নিজ ঘরে শুয়েছিলেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর এক পর্যায়ে তাকে উদ্ধার করেন। কিন্তু এর আগেই তার শরীরের বেশির অংশ আগুনে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তিনি মারা যান।

অগ্নিকাণ্ডে তার বাড়ির তিনটি কক্ষ ও এসব কক্ষে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেছে বলেও তিনি জানান।

 

সোনালী/ সা