ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৪০ অপরাহ্ন

নাটোরে ফাঁসির আসামি ১২ বছর পর গ্রেফতার

  • আপডেট: Saturday, May 4, 2024 - 11:45 am

অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবির আহমেদ ওরফে আবু সাইদকে ১২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সিংড়ার এক নারীকে অপহরণের পর ধর্ষণ করে আবু সাইদ ও তার সহযোগীরা। পরে ২০১২ সালে ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা করে ওই নারীর পরিবার। এরপর থেকেই আত্মগোপনে চলে যায় আবু সাইদ।

২০২৩ সালের ৫ এপ্রিল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আবু সাইদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শুক্রবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সোনালী/ সা