ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০১ পূর্বাহ্ন

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত

  • আপডেট: Saturday, May 4, 2024 - 11:27 am

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুনামগঞ্জ জেলার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তার মেয়েজামাই আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকার দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে আসামাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উলটে মিক্সার মেশিনের নিচে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত ও ১২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার এসআই মো. কুদ্দুস জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলে চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সোনালী/ সা