ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫৫ পূর্বাহ্ন

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • আপডেট: Saturday, May 4, 2024 - 12:20 pm

অনলাইন ডেস্ক: মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন। নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার চরঘুন্সী গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) ও একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।  রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কাঁঠালিয়া সেতুর কাছে শ্রীনদীগামী ট্রাক ও অন্যদিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।

 

সোনালী/ সা