ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:২৫ পূর্বাহ্ন

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

  • আপডেট: Saturday, May 4, 2024 - 11:08 am

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ইতোমধ্যেই দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ করেছে আওয়ামী লীগ। দলটির ২৫ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপনির্বাচনে নৌকার প্রার্থী নির্ধারণ করতেই আজ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বসবে দলটি।

 

সোনালী/ সা