ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৪:৪৮ পূর্বাহ্ন

আরও দু’দিন থাকতে পারে তাপপ্রবাহ

  • আপডেট: Saturday, May 4, 2024 - 11:01 am

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার যদিও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে তারপরও দেশে অধিকাংশ এলাকায় চলমান তাপপ্রবাহ আরও দু’দিন অব্যাহত থাকতে পারে। অবশ্য আজ শনিবার দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে কিছু জেলায় শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রচণ্ড গরমের কষ্ট আবারও ফিরে এসেছে। দিনের বেলায় তাপপ্রবাহ থাকছেই, রাতের বেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

সোনালী/ সা