ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:১৬ পূর্বাহ্ন

ছাত্রীনিবাসের সামনে গিয়ে যে কাণ্ড যুবকের

  • আপডেট: Thursday, May 2, 2024 - 11:52 am

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে মেয়েদের উদ্দেশ্যে ইশারা ইঙ্গিত ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন জাকির হোসেন (২৭) নামে এক যুবক। এ কারণে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার নুর ইসলামের ছেলে। তিনি পেশায় জিয়াপুকুর বিনোদনকেন্দ্রের পাহারাদার বলে জানা গেছে।

এর আগে বুধবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসের সামনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুল হালিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রীনিবাসে থাকা ছাত্রীদের দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন জাকির। পরে ছাত্রীরা বিষয়টি জানালে কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অভিহিত করে। পরে পুলিশ এসে বুধবার বিকালে জাকির হোসেনকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। জাকির হোসেন দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। তৎক্ষণাৎ জাকির হোসেন এক হাজার টাকা পরিশোধ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আতাউল খান বলেন, আমাদের কলেজের ছাত্রীনিবাসের এক ছাত্রী ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করেন। সেটি প্রমাণ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। ওই যুবক এর আগেও ছাত্রীনিবাসের সামনে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করেছে বলে অভিযোগ ছিল। এ জন্য বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়েছে।

 

সোনালী/ সা