ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৪ - ১:১৬ অপরাহ্ন

বাঘায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামীর শোকে স্ত্রীর মৃত্যু

  • আপডেট: Thursday, May 2, 2024 - 12:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্বামী সেকেন্দার আলী গাজী (৭০) ও রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মারা যান।

জানা যায়, সেকেন্দার আলী গাজীকে বুধবার সকালে অসুস্থতার কারণে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। এর পর তিনি ভালোই ছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়ে জানতে পেরে স্ত্রী আনোয়ারা বেগম ৩ ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান। তবে স্ত্রী আনোয়ারা বেগম বেশ কিছু দিন থেকে স্ট্রোক করে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তিনি কোনো কথা বলতে পারতেন না।

বিষয়টি নিশ্চিত করেন সেকেন্দার আলী গাজীর চাচাতো ভাই গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবদুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান। সেকেন্দার-আনোয়ারা দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

 

সোনালী/ সা