ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৫০ পূর্বাহ্ন

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট: Wednesday, May 1, 2024 - 11:36 am

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

মনজুর যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনজুর রহমান আজিমনগর রেলস্টেশন এলাকায় একটি দোকানের সামনে ছিলেন। হঠাৎ পাঁচ থেকে ছয়জন লোক এসে মনজুরের মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নাসিম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সোনালী/ সা