ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:১৭ পূর্বাহ্ন

কৃষি কর্মকর্তা ইয়াবাসহ আটক

  • আপডেট: Wednesday, May 1, 2024 - 11:34 am

অনলাইন ডেস্ক: বাগাতিপাড়ায় ইয়াবা ট্যাবলটসহ উপ-সহকারী কৃষি র্কমর্কতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ওই কর্মকর্তার উপজেলা চত্বরের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

কাওসার আহম্মেদ উপজলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং মাসুদ আলী পেশায় ভ্যান চালক।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই দিন বিকালে অভিযান চালিয়ে ওই কর্মকর্তার ভাড়া বাসা থেকে তাকে ও তার সহযোগীকে ২০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নেয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সোনালী/ সা