ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

বিরাট-অনুশকার ডেটিং জীবনের তথ্য ফাঁস

  • আপডেট: Wednesday, May 1, 2024 - 11:43 am

অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা। তবে এবার তাদের ব্যক্তিজীবনে আলোকপাত করলেন শাহরুখ খান। শুধু তাই নয়, বিরাটকে কিং খান ডাকলেন ‘বলিউডের জামাই’ বলেও।

শাহরুখ বলেন, ‘অন্যান্য খেলোয়াড়দের তুলনায় আমি বিরাটকে বেশিদিন ধরে চিনি। বিরাট-অনুশকার সঙ্গে একত্রে আমি অনেকটা সময় কাটিয়েছি। আমি বিরাটকে চিনি যখন থেকে ওদের ডেটিং পিরিয়ড চলছে। আমরা শুটিং করছিলাম। অনুশকাও ছিল ওই সিনেমায়। বিরাট আমাদের সঙ্গে অনেক দিন কাটিয়েছে। আমাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’

এখানেই থেমে না থেকে, বিরাটকে নাচ শেখানোর কথাও ফাঁস করেন শাহরুখ। বলেন, ‘আমি তাকে (বিরাট) পাঠান সিনেমার নাচের স্টেপ শিখিয়েছি। ওকে ভারতের একটি ম্যাচে নাচতে দেখেছিলাম। সেই ম্যাচে তিনি রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচ করার চেষ্টা করছিল। সেই নাচের স্টেপটি আমাকে খুব দুঃখ দিয়েছিল, কারণ তারা সেটা খুব খারাপভাবে করছিল। আমি তারপর ওদের বলি, আমাকে শেখাতে দিন আপনদের।’

এই সাক্ষাৎকারে উঠে এসেছিল ঋষভ পন্থের প্রসঙ্গও। সেই ভয়ানক পথ দুর্ঘটনার কথা উল্লেখ করেন শাহরুখ। বলেন, ‘এটি ভয়ঙ্কর ছিল। আমি সেই ভিডিয়োটি (ঋষভের গাড়ির) দেখেছি। এটা ভয়াবহ ছিল। কারণ আমরা তো জানতামই নাস সেই দুর্ঘটনার ফলাফল কী হতে পারে। আপনার মনে এরকম সময়তে নানা ধরনের আশঙ্কা এসে বসে। আমার কাছে এরা সবাই ছেলের মতো, আমার নিজেরও তো ওই বয়সেরই ছেলে আছে। তার হাঁটু শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তবে একজন খেলোয়াড়ের জীবনে এমন দুর্ঘটনার ফলাফল সত্যিই ভাব যায় না।’

আপাতত শাহরুখের একটি ভিডিও খুব ভালোবাসা পাচ্ছে নেট-নাগরিকদের থেকে। যেখানে দেখা যাচ্ছে, ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআর দাপুটে জয় তুলে নেওয়ার পরে শাহরুখ আনন্দের চোটে একেবারে জড়িয়ে ধরেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এই মুহূর্তে মহারাজ। তবে শাহরুখের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ জিতে নেয় সকলের মন।

 

সোনালী/ সা