ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৫:৫০ অপরাহ্ন

শিরোনাম

জবিতে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস-পরীক্ষা

  • আপডেট: Wednesday, May 1, 2024 - 11:56 am

অনলাইন ডেস্ক: আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে চার দিন সশরীরে ক্লাশ-পরীক্ষা এবং এক দিন (মঙ্গলবার) অনলাইনে ক্লাশ হবে।

তিনি বলেন, আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাশ ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাশ হবে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিস টাইম কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, সশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। যেসব বিভাগ শীতাতপ নিয়ন্ত্রিত নয় সেসব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে এসি ক্লাস রুমে আছে- এমন বিভাগের সঙ্গে সমন্বয় করে নিতে হবে।

 

সোনালী/ সা