ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৫০ অপরাহ্ন

রাজশাহী জেলা ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

  • আপডেট: Tuesday, April 30, 2024 - 12:07 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪। রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএিম (বার) দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইনামুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সোমবার (২৯ এপ্রিল)  দুপুরে চারঘাট চক মোক্তারপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা  করা হয়।

এসময় পলাতক আসামী মোঃ আসাদুল ইসলাম (৪০), পিতা-মৃত-ইয়াদুল্লাহ এর বাড়ীর সামনে রাজশাহী ক্যাডেট কলেজ হইতে জয়পুরগামী পাকা রাস্তার উপরে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, ২। মোঃ লালন (৩৫), পিতা-মোঃ লাবান আলী, ৩। মোঃ হৃদয় হোসেন (২২), পিতা-মোঃ বাদশা, সর্বসাং মোক্তারপুর (চক মোক্তারপুর), থানা-চারঘাট জেলা-রাজশাহীদেরকে ৫০ (পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং-৪৪, তাং-২৯/০৪/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ)/৪১ মামলা হয়ছে।

অপরদিকে, গত বরিবার ২৮ এপ্রিল বিকেল ৫ টার দিকে বাঘা থানার আশরাফপুর গ্রামে একটি আম বাগানের ভিতর ডিবি পুলিশের এসঅই আব্দুস সামাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।
মাদক ব্যবসায়ী মোঃ শারিফুল ইসলাম (৩১), পিতা-মৃত আঃ মজিদ, সাং-পাকুরিয়া,থানা- বাঘা, জেলা রাজশাহীকে ২০০ (দুইশত) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে গ্রেপ্তার করনে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-৪২, তাং-২৮/০৪/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ১৪(গ মামলা হয়ছে।

 

 

সোনালী/ সা