ঢাকা | মে ২১, ২০২৪ - ৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

‘নারীদের ক্রিকেটকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই’

  • আপডেট: Tuesday, April 30, 2024 - 11:07 am

অনলাইন ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা আজ সিলেটে অনুশীলনের ফাঁকে ৩টি স্কুল যান। প্রথমে যান আম্বরখানা গার্লস স্কুল, এরপর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শেষে যান আনন্দ নিকেতন স্কুলে। নারী দলের ক্রিকেটারদের দেখে শিক্ষার্থীরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই আসেন অটোগ্রাফ নিতে। সময় স্বল্পতার কারণে কিছু আবদার রাখলেও অনেকের আবদার রাখতে পারেননি।

এ উদ্যোগ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের হেড অফ অপারেশন্স হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘নারীদের ক্রিকেটকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি আমরা। সিলেটে আমাদের খেলা চলছে, মেয়েরা আসুক তা দেখতে। এই যে প্রচারণা করলাম, এখান থেকে যদি কিছু খেলোয়াড়ও উঠে আসে, সেটা আমাদের অনেক বড় পাওয়া।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘তিন স্কুলেই আমরা দারুণ সমর্থন পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে উদ্দীপনা তিন ক্রিকেটার দেখতে পেয়েছে, তা আমার মনে হয় তাদের মনে ইতিবাচক একটা ছাপও রেখে যাবে।’

সিলেটে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় নিগার সুলতানারা।

 

সোনালী/ সা