ঢাকা | মে ১৬, ২০২৪ - ১১:৫৮ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াও তথ্য পাঠানো যাবে

  • আপডেট: Monday, April 29, 2024 - 1:17 pm

অনলাইন ডেস্ক: ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে।

তবে এ সুবিধায় তথ্য পাঠানোর জন্য দুটি স্মার্টফোন পাশাপাশি রেখে অফলাইনে ফাইল শেয়ার-সুবিধা ব্যবহার করতে হবে।

হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা অনেকটা শেয়ারইট অ্যাপের মতো ব্লু-টুথ বা লোকাল ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে কাছাকাছি থাকা নির্দিষ্ট স্মার্টফোনে তথ্য পাঠাবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই দুটি স্মার্টফোনের সিস্টেম ফাইল, ফটো গ্যালারি ও অবস্থানের তথ্য ব্যবহারের অনুমতি দিতে হবে হোয়াটসঅ্যাপকে।

নতুন এ সুবিধার কার্যকারিতা এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর পরখ করছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

 

সোনালী/ সা