ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:০৫ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত

  • আপডেট: Monday, April 29, 2024 - 11:08 am

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড রাফা ও গাজা সিটিতে ইসরাইলি বোমা হামলায় শিশু ও নারীসহ আরও ২২ জন নিহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

এর মধ্যে রাফাহ শহরের জনিনাপাড়ায় আল-খতিব পরিবারের বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। রাফাহ শহরের শাবোরা ক্যাম্পে আল-খাজাত পরিবারের বাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছেন।

এছাড়া রাফাহ শহরে আবু তাহা পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন, গাজা শহরের তারতৌরি পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন এবং গাজা শহরের সাবরা পাড়ায় হিজাজি পরিবারের বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীও আছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

 

সোনালী/ সা