ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:১৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে পদ্মায় ২ ছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, April 28, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেক জনকে উদ্ধারে অভিযান চলেছে বলে জানিয়েছেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নমীর উদ্দীন। রোববার দুপুরে গোদাগাড়ীর রেল বাজার ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল তারা।

এরা হলেন, মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ার ওমর আলীর ছেলে উসমান আলী (১৪) ও নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। এদের মধ্যে ওসমান আলী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বিভাগের কর্মীরা।

স্থানীয়দের বরাদ দিয়ে নমীর উদ্দিন বলেন, মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর পাঁচজন ছাত্র পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্য থেকে দুইজন ওসমান ও সাইফ পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তল্লাশী চালিয়ে একজনের লাশ উদ্ধার করে। আর সাইফকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে বিকেল ৪টার দিকে তিনি জানান।

এর আগে গত ২৩ এপ্রিল পবা উপজেলার কাটাখালি পৌরসভার শ্যামপুর ঘাটে গোসল করতে নেমে যুবরাজ (১২), আরিফ (১৩) ও জামাল (১২) নামের তিন কিশোর, ২১ এপ্রিল পবা উপজেলার হাড়ুপুর পদ্মা নদীতে গোসল করতে রেমে বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেন (২০) পানিতে ডুবে মারা যান।

এছাড়াও গত ১৪ এপ্রিল রাজশাহীর বাঘায় বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে মারা যায় জান্নাত খাতুন (৮)। তবে এখনও ঝিলিক খাতুন (১২) নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে। আর ১৯ এপ্রিল বাঘার মুরর্শিদপুর এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মারা যায় সুজন আলীর ছেলে সিয়াম হোসেন সজিব (১০), ২০ এপ্রিল পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মারা যান বাঘার আসাদ হোসেন (১৮) নামে আরেক কিশোর।

 

সোনালী/ সা