ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:০৭ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট: Sunday, April 28, 2024 - 8:55 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড শামসুজ্জোহার নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির উদ্যোগে কমরেড শামসুজ্জোহার কবরে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

এসময় কমরেড শামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

পরে শামসুজ্জোহার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ভাটোপাড়ার ফুলতলা স্কুল প্রাঙ্গনে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন ওয়ার্কার্স পার্টির গোড়াগাড়ী জেলা কমিটির সদস্য আনোয়ার রহমান হিমু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির গোড়াগাড়ী জেলা কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, নুরে আলম রেজা, যুবনেতা হাসিবুল হাসান বুলেট, ছাত্রনেতা ফয়সাল আহমেদ।

সোনালী/জেআর