ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় ৩ বাইক আরোহী নিহত

  • আপডেট: Sunday, April 28, 2024 - 11:07 am

অনলাইন ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- রেদোওয়ান আহমদ (২৬), দেলোয়ার হোসেন (২৫) ও মঞ্জুর আহমদ (৩৮)। তাদের সবার বাড়ি উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিন যুবক। বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ ও দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। আরেকজনের মৃত্যুর খবর পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।

উল্লেখ্য, রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

সোনালী/ সা