নলডাঙ্গায় অবৈধভাবে নির্মিত মার্কেট সরিয়ে নিতে নোটিশ
অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে।
উক্ত স্থাপনা তিনদিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করেছেন রকি হোসেন উপ-সহকারী প্রকৌশলী /শাখা কর্মকর্তা নাটোর পওর শাখা-০১,বাপাউবো, নাটোর। নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আহাদ আলীর ছেলে সামছুল ইসলাম নলডঙ্গা-তাহেরপুর রোডে পানি উন্নয়ন বোর্ডের বাধের জায়গা অবৈধভাবে দখল করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার দুই পাশে ২টি মার্কেট নির্মাণ করেন।
রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হলেও তার অর্থ ও পেশিশক্তির দাপটে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নাটোর শাখা কর্মকর্তা রকি হোসেন জানান, আমি মার্কেট ও স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি। যদি কেউ নির্দেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনালী/ সা