ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৪:০৬ অপরাহ্ন

টেক্সটাইল মিল চালুর দাবিতে শ্রমিক ফেডারেশনের লিফলেট বিতরণ

  • আপডেট: Sunday, April 28, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বন্ধ টেক্সটাইল মিল চালু করা, কৃষি ফার্মের অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ১০দফা দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে গতকাল রোববার সকাল ১১টায় নগরীর নওদাপাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিরাজুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু, শাহমখদুম থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রেজা, শ্রমিক নেতা আলাউদ্দিন আলা ও ফারুক হোসেন, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্বাস আলী, আনারুল, মুস্তাকিন, আব্দুল খালেক প্রমুখ।

সোনালী/জেআর