ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৭:৩৫ পূর্বাহ্ন

বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

  • আপডেট: Saturday, April 27, 2024 - 12:16 pm

অনলাইন ডেস্ক: বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী মো. সাঈদ মোড়ল (৪৫), মোহাম্মদ আজাদ (৩৫) ও ভ্যানচালক মো. মনি (৪৫)। নিহত সবার বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে।

স্থানীয়রা জানায়, খুলনা-মোংলা মহাসড়কে বেপরোয়া গতিতে মোংলা থেকে ছেড়ে আসা ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

রামপাল থানার ওসি সৌমেন দাস জানান, মোংলা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে সাইদ মোড়ল (৪৫) নিহত হন। ভ্যানযাত্রী আজাদ ও চালক মো. মনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক মোহাম্মদ সাফায়েতকে আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

সোনালী/ সা