ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

এক নম্বর ওয়ার্ডে যুবমৈত্রীর কর্মিসভা

  • আপডেট: Friday, April 26, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী মহানগরের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাঁঠালবাড়িয়া এলাকায় এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি ও সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

তিনি তার বক্তব্যে যুবমৈত্রীর ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে যুবমৈত্রীকে একটি আদর্শিক সাংগঠনিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

কর্মিসভায় সভাপতিত্ব করেন যুবনেতা আরফিন রাসেল।

আরও বক্তব্য দেন মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউসার আলী, যুবনেতা আলফাজ ইসলাম, তুষার হোসেন, ছাত্রমৈত্রীর কাশিয়াডা থানার সভাপতি রতন প্রমুখ।

সোনালী/জেআর