ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ২:৫৮ পূর্বাহ্ন

ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

  • আপডেট: Thursday, April 25, 2024 - 11:02 am

অনলাইন ডেস্ক: কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন।

ইউএনও সুচিত্র রঞ্জন দাস জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর মোবাইলে ইউএনও কমলনগরের পরিচয় দিয়ে নির্বাচন সহযোগিতা করার নামে টাকা দাবি করা হয়। তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে নাম্বারটি ক্লোন করা হয়েছে বুঝতে পেরে যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকেন সে বিষয়ে নিজের আইডি থেকে পোস্ট দেন তিনি।

 

সোনালী/ সা