ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

মানুষ কীভাবে এসব করতে পারে: মিমি

  • আপডেট: Wednesday, April 24, 2024 - 11:03 am

অনলাইন ডেস্ক: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে হঠাৎই একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সমুদ্র সৈকতে একগাদা প্লাস্টিকের বোতল, প্যাকেট নিয়ে সি-বিচ থেকে তুলে একপাশে রাখছেন মিমি। আর তার মুখে একটাই কথা, ”কীভাবে মানুষ এমনটা করতে পারেন!” তা হঠাৎ মিমি কেন এমন অবতারে?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে, ২২ এপ্রিল, সোমবার ছিল আর্থ ডে। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে বলিউড থেকে টলিউড সবাই নিজের মতো করে আর্থ ডে পালন করলেন। কেউ দিলেন ভিডিও, কেউ দিলেন ছবি।

টলিউড অভিনেত্রী মিমিও সেই কারণেই আপলোড করলেন এই ভিডিও। যেখানে তিনি সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিককে একত্র করে ডাস্টবিনে ফেললেন।

এই ভিডিও পোস্ট করে মিমি লিখলেন, ”পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনটাকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনও বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনও যায়। এখনও প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।”

 

সোনালী/ সা