ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

পাবনায় ৫ লাখ ৭০ হাজার টাকাসহ পাউবোর ২ প্রকৌশলী আটক

  • আপডেট: Wednesday, April 24, 2024 - 11:34 am

অনলাইন ডেস্ক: পাবনা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাসুদুর রহমান ও এসএম মোশারফ হোসেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় এই দুই প্রকৌশলীর কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। অফিসে কীভাবে এত টাকা এলো এর কোনো সদুত্তর তারা দিতে পারেননি। পরে তাদের টাকাসহ আটক করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদারি কাজ সংক্রান্ত বিষয়ে ঠিকাদাররা এ টাকা দিয়ে থাকতে পারেন। তবে দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ এ ব্যাপারে কথা বলেতে রাজি হননি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, উদ্ধারকৃত টাকার পরিমাণ ৫ লাখ ৭০ হাজার। এ ব্যাপারে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে দুদকে হস্তান্তর করা হবে।

দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক খাইরুল হক জানান, ঘটনাটি তারা জানার পর এ ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ রিপোর্ট পাওয়ার পর দুদক এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

 

সোনালী/ সা