ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৫:৩৩ পূর্বাহ্ন

তাড়াশে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

  • আপডেট: Wednesday, April 24, 2024 - 11:29 am

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে আফসার আলী (৬৫) নামে এক কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) কৃষক আফসার আলী কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে হিটস্টোকে মৃত্যুবরণ করেন। তিনি তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, দেশের উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় গড় তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

গত এক সপ্তাহ ধরে আগাম জাতের বোরোধান কাটা শুরু হয়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে পারছে না কৃষক। যার ফলে তারা এসব নির্দেশনা উপেক্ষা করে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত হয়ে পরেছেন।

 

সোনালী/ সা