ঢাকা | মে ৬, ২০২৪ - ৬:১৪ পূর্বাহ্ন

অসহ্য গরমে পথচারীদের দেয়া হলো শরবত ও স্যালাইন

  • আপডেট: Wednesday, April 24, 2024 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে টানা তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। তীব্র রোদ ও গরমে সাধারণ মানুষের হাসফাঁস অবস্থা। শ্রমজীবী মানুষ তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে মাথায় দিয়েছেন গামছা, ক্যাপ। ঘন ঘন পানি পান করছেন।

এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মধ্যে লেবুর শরবত, পানি ও স্যালাইন বিতরণ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের নেতারা।

বুধবার বেলা একটার দিকে রাজশাহী শহরের সাহেববাজার জিরো পয়েন্ট ও গণপাড়া এলাকায় শতাধিক পথচারীর মধ্যে শরবত ও স্যালাইন বিতরণ করা হয়।

মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি আমিনুর রহমান খান রুবেল যুবলীগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন। রাজনৈতিকভাবে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

তীব্র গরমে রাস্তায় মধ্যে শরবত পেয়ে রিকশাচালক মুরসালিন বলেন, সারা দিন শহরের নানা প্রান্তে রিকশা চালিয়ে খুব কষ্ট হয়। ঘন ঘন পিপাসা লাগে। তাই সারা দিনই পানি খেতে হয়। এমন অবস্থায় রাস্তার মধ্যেই শরবত পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। এটা খুব ভালো উদ্যোগ।