ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের ম্যুরাল উদ্বোধন

  • আপডেট: Tuesday, April 23, 2024 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাখাল চন্দ্র দাসের ২১তম প্রয়াণ দিবস উপলক্ষে মোহনপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের পাশে অবস্থিত নির্মিত ওই ম্যুরালের উদ্বোধন করা হয়।

পরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুস সালামের উদ্যোগে রাখাল চন্দ্র দাসের ম্যুরাল নির্মাণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অধ্যক্ষ প্রতীক দাস রানা, জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিন বিল্লাহ্, মহিলা সভানেত্রী ডলি আক্তার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সোনালী/জেআর