ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Monday, April 22, 2024 - 11:40 pm

স্টাফ রিপোর্টার: অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা এ আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ কে এম খাদিমুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক অ্যাড. মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি রওশন আরা পপি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়াও তারা বেশকিছু দাবি জানান।

 

সোনালী/ সা