ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৩:৫৯ পূর্বাহ্ন

বাগমারায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

  • আপডেট: Monday, April 22, 2024 - 11:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে মন্টু হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ির কাছে ভুট্টা ক্ষেতে কাজ করার করার জন্য বের হন মুন্টু হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী তাঁকে খাবার পানি দেওয়ার জন্য ভুট্টা ক্ষেতে আসেন। তিনি স্বামীকে ক্ষেতের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের  সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক চিকিৎসক ডাঃ আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এর আগে কোনো রোগ ছিল না।

স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে।

 

সোনালী/ সা