ঢাকা | মে ১৫, ২০২৫ - ১১:৩৪ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহেও রাবিতে চলবে ক্লাস-পরীক্ষা

  • আপডেট: Sunday, April 21, 2024 - 7:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় দেশের স্কুল-কলেজ সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে, এই পরিস্থিতিতেও সশরীরেই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে চলমান হিটওয়েভের কারণে দেশের স্কুল-কলেজ আগামী ১ সপ্তাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। তাই রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।

এদিকে, চলমান তাপদাহের কারণে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। ওই দুই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS