ঢাকা | মে ১১, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

বাগমারায় ড্রেজারের ব্যাটারি ফেরত দিল পুলিশ

  • আপডেট: Sunday, April 21, 2024 - 8:00 pm

বাগমারা প্রতিনিধি: অবশেষে ড্রেজারের ব্যাটারি ফেরত দিয়েছে বাগমারা থানা পুলিশ।

গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া সরদারপাড়া গ্রামে প্রবেশের একমাত্র রাস্তা পুুকুরে ভেঙে গেছে। সেটি রক্ষার জন্য সম্প্রতি সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকার রাস্তার ধারে প্রটেকশান ওয়াল নির্মাণ করেন।

এরপর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান রাস্তা সংস্কারের জন্য পুকুরের পানি শুকিয়ে ড্রেজার দিয়ে মাটি কেটে প্রটেকশান ওয়াল ভরাটের কাজ শুরু করেন।

কিন্তু এই কাজের জন্য থানায় কোনো টাকা না দেওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে থানা থেকে কয়েকজন পুলিশ এসে প্রটেকশান ওয়ালে মাটি ফেলার কাজ বন্ধ করে ড্রেজারের (ভেকু) ব্যাটারি খুলে নিয়ে যায়।

এতে রাস্তার সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন গ্রামবাসী।

এই ঘটনায় গত শনিবার সংবাদ প্রকাশের পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহীর এডিশনাল এসপি রফিকুল আলমের নির্দেশে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার মাত্র ছয় ঘণ্টার মধ্যে ড্রেজারের ব্যাটারি ফেরত দিয়েছেন।

তবে থানার কয়েকজন পুলিশ তাকে না জানিয়ে ড্রেজারের ব্যাটারি খুলে নিয়ে এসেছে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন ওসি।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS