ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:০৫ অপরাহ্ন

নিয়ামতপুরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিল কৃষক

  • আপডেট: Sunday, April 21, 2024 - 9:22 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির ঘটনায় স্ত্রী বাবার বাড়ি চলে গেলে রাগ ও ক্ষোভ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে চন্ডু বাসকি (৫১) নামের এক কৃষক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর কলোহের কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, কৃষক মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

সোনালী/জেআর