ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

  • আপডেট: Sunday, April 21, 2024 - 12:07 pm

অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. ইকবাল হোসেন নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। ৩৫ বছর বয়সি কয়েদি কারাগারে অসুস্থ হলে অচেতন অবস্থায় তাকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. শাহীন জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. ইকবাল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, তার কয়েদি নম্বর ৩৫৪৯। বাবার নাম হোসেন আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS