ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৭:৫০ অপরাহ্ন

শিবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

  • আপডেট: Saturday, April 20, 2024 - 9:06 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আটক করা হয়েছে কয়েকজনকে। শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড মরদানা আইয়ুব বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মরদানা গ্রামের আইয়ুব বাজারে প্রায় দেড় শো ককটেল বিস্ফোরিত হয়েছে। গত শুক্রবার একই সময়েই প্রায় ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এলাকাবাসী আরো জানান, মরদানায় সাবেক কাউন্সিলর আবদুস সালাম ও খাইরুল আলম জেমের অনুসারীরা মাঝে মধ্যেই এ ধরণের ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে আসছে। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে পালিয়েছে।

শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজম আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মরদানার আইয়ুব বাজারে ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে।

তবে সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমের মৃত্যুর পর ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে দেড়’শো ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ আসার পর ককটেল বিস্ফোরণ বন্ধ হয়। এ ঘটনায় এলাকার ইউসুফ আলী কাচুসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় ৪০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। কেউ হতাহত হয়নি। এখানে স্থানীয় দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে।

সোনালী/জেআর