ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৩৯ পূর্বাহ্ন

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

  • আপডেট: Saturday, April 20, 2024 - 11:07 am

অনলাইন ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যাও প্রায় ৭৭ হাজার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত মানুষের সংখ্যা ঠেকেছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় এবং হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এর পরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল।

 

সোনালী/ সা