ঢাকা | মে ৪, ২০২৫ - ৪:৩৯ পূর্বাহ্ন

মে দিবস উপলক্ষে শ্রমিক ফেডারেশনের সভা 

  • আপডেট: Saturday, April 20, 2024 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: আগামী ১ মে মহান মে দিবসে সমাবেশ করতে সভা করেছে জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটি। শনিবার সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজুর রহমান খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা আকছারুজ্জামান সুমন, বীমান চক্রবর্তী, সীতানাথ বণিক, আকবর আলী লালু, শ্রমিক নেতা আলাল, আব্বাস আলী।

সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু।

সভা থেকে আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে সকাল ১০টায় সাহেব বাজার জিরোপয়েন্টে শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS