ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:৩৫ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতা মিজানের পরিবারের পাশে বাদশা 

  • আপডেট: Saturday, April 20, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রয়াত মিজানুর রহমান মিজানের পরিবারের সঙ্গে দেখা করেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শনিবার বেলা ১২টায় তিনি নাটোরস্থ মিজানুর রহমান মিজানের বাড়িতে যান।

এসময় ফজলে হোসেন বাদশা মিজানুর রহমান মিজানের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং পার্টিতে মিজানুর রহমানের ত্যাগ ও বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন।

একইসঙ্গে মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

এর আগে গত ১০ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওয়ার্কার্স পার্টির নেতা মিজানুর রহমান মিজান।

মিজানুর রহমান নাটোর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছাড়াও নাটোর সুগার মিলের সি বি এ নেতা ছিলেন। এছাড়া তিনি নাটোর জেলা যুবমৈত্রীর সাবেক সভাপতিও ছিলেন।

সোনালী/জেআর